মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

লবণ দিয়ে খুব সহজে টয়লেট পরিষ্কার করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিয়মিত টয়লেট পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই। আসলে আপনি যদি অনেকদিন পর পর টয়লেট পরিষ্কার করেন তাহলে কষ্ট একটু বেশিই হবে, আর যদি দু’দিন পরপরই পরিষ্কার করেন তাহলে নোংরাও কম হবে আবার খাটুনিও কমবে।

জানলে অবাক হবেন, টয়লেট পরিষ্কার রাখার একটি জাপানিজ টেকনিক আছে। সারা রাত টয়লেটে লবণ দিয়ে রাখুন, সকালে ফলাফল দেখে চমকে উঠবেন। জাপানে লবণ শুধু রান্নাঘরের মসলা হিসেবে ব্যবহার করা হয় না, রান্নাঘর বা বাথরুমের মতো ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও একটি পরিচ্ছন্নতা অ্যাজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। জেনে নিন লবণ দিয়ে কীভাবে টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন-

টয়লেটের গন্ধ দূর করে

বাথরুম বা টয়লেটের এক কোণে একটি বাটিতে বড় দানার লবণ রেখে দিন রাতভর। এতে টয়লেটের দুর্গন্ধ দূর হবে সহজেই। পরের দিন সকালে ওই লবণ ফুটন্ত পানিতে পূর্ণ একটি পাত্রে মিশিয়ে কমোডে ঢেলে দিন। ব্যাস দেখবেন কমোডও পরিষ্কার থাকবে আবার টয়লেটের ভেতরেও কোনো দুর্গন্ধ থাকবে না।

ড্রেন ক্লিনার হিসেবে কাজ করে লবণ

মোটা দানার লবণ বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে লবণ ছড়িয়ে দিন, তারপর মাজুনি দিয়ে বাথরুমের ফ্লোর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করবে। আর কমোড পরিষ্কারের ক্ষেত্রে বেশ খানিকটা লবণ কমোডে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন কয়েক ঘণ্টা। তারপর গরম পানি ঢেলে পরিষ্কার করুন।

বাথরুমের টাইলসের দাগ অপসারণ করে

বাথরুমের কোণ, বাথটাব বা টয়লেটের কোণায় জমে থাকা হলদে বা কালচে দাগ দূর করতেও লবণ বেশি উপকারী। বাথরুমের  দাগ দূর করতে আধা কাপ লবণ, এক চা চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ও দাগের স্থানে ছড়িয়ে দিন, দেখবেন বিস্ময়কর কাজ করবে। এই পেস্ট দাগের স্থানে দিয়ে সারারাত রেখে দিন ও পরেরদিন সকালে দেখুন ম্যাজিক।

সূত্র: টাইমলেস লাইফ

এস/ আই. কে. জে/

পরিষ্কার লবণ জাপানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন